শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ এপ্রিল ২০২৫ ১৪ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সের কাছে আইলিগ ট্রফি ফেরত চাইল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট ট্রফি দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার পরেও ফেডারেশনের তরফে ট্রফি দেওয়া হয় চার্চিলকে। রবিবার আদালতের তরফে ফেডারেশনকে জানানো হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না।
এমনকি, কোনও ধরনের আনুষ্ঠানিক পদক বিতরণ অনুষ্ঠান আয়োজন করতেও নিষেধ করে। কিন্তু, সেই নির্দেশ অগ্রাহ্য করেই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যানারায়ণ চার্চিল ব্রাদার্সের ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন। তারপর আবার ফেডারেশনের তরফে দাবি করা হয়, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের রায় সংক্রান্ত খবর তাদের কাছে পৌঁছায়নি। কারণ, রবিবার ফেডারেশনের সচিবালয় বন্ধ ছিল।
এরপরেই, সোমবার ফেডারেশন বাধ্য হয়ে চার্চিল ব্রাদার্সকে ট্রফি ফেরত দেওয়ার জন্য চিঠি পাঠায়। এক ফেডারেশন কর্মকর্তা জানান, ‘সোমবার আমরা চার্চিল ব্রাদার্সকে ট্রফি ফেরত দিতে লিখিতভাবে অনুরোধ করেছি। আমরা আদালতের নির্দেশ মেনে চলতে বাধ্য। আদালত যা রায় দেবে, সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব’। ফেডারেশনের এই নির্দেশের পর জরুরি তদন্তের দাবি জানিয়েছেন গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কাইটানো ফার্নান্ডেজ।
উল্লেখ্য, এবারের আইলিগ শেষে চার্চিল ব্রাদার্স ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। কিন্তু গোয়ার ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি সেদিনই। অ্যাপিল কমিটির বৈঠকের পর চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে ফেডারেশনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ইন্টার কাশি। ক্লাবের তরফে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে মামলা করা হয়। ইন্টার কাশি লিগ শেষ করে ৩৯ পয়েন্টে। সমস্যা ইন্টার কাশি এবং নামধারি এফসি ম্যাচকে কেন্দ্র করে।
সেই ম্যাচে ০-২ গোলে হারে কাশি। কিন্তু ম্যাচের পর ফেডারেশনের কাছে অভিযোগ জানায় হাবাসের দল। দাবি, ম্যাচে অবৈধভাবে ক্লেডসন কার্ভালহো দ্য সিলভাকে খেলানো হয়েছে। চারটে হলুদ কার্ড থাকায় তাঁর নির্বাসিত থাকার কথা। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি সেই ম্যাচের তিন পয়েন্ট ইন্টার কাশিকে দেয়। কিন্তু তারওপর সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়। তাতে প্রতিবাদ জানায় কাশি। কিন্তু কোনও লাভ হয়নি। অর্থাৎ, সেই তিন পয়েন্ট হাবাসের দলকে দেওয়া হচ্ছে না। ফলে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবার ট্রফি দেওয়া নিয়ে ফের শুরু হল বিতর্ক।
নানান খবর

নানান খবর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?